بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

Jumada al-Thani 21, 1446h December 23, 2024

menu

সেন্টার ফর রিসার্চ এন্ড ইসলামিক স্টাডিজ, ঢাকা
Center For Research And Islamic Studies, Dhaka

public/icons8-arrow-back-96.pngসকল

Mufti Abdur Rahman Hoosainee

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ এ ৪:৪৯ PM

কেয়ামতের ছোট বড় আলামতগুলো কী কী?

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।<br><br> কেয়ামতের পূর্বে কেয়ামতের নিকটবর্তিতার প্রমাণস্বরূপ যে আলামতগুলো প্রকাশ পাবে সেগুলোকে ছোট আলামত বড় আলামত এই পরিভাষাতে আখ্যায়িত করা হয়অধিকাংশ ক্ষেত্রে ছোট আলামতগুলো কেয়ামত সংঘটিত হওয়ার অনেক আগেই প্রকাশিত হবেএর মধ্যে কোন কোন আলামত ইতিমধ্যেই প্রকাশ পেয়ে নিঃশেষ হয়ে গেছেকোন কোন আলামত নিঃশেষ হয়ে আবার পুনঃপ্রকাশ পাচ্ছেকিছু আলামত প্রকাশিত হয়েছে এবং অব্যাহতভাবে প্রকাশিত হয়ে যাচ্ছেআর কিছু আলামত এখনো প্রকাশ পায়নিকিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সংবাদ অনুযায়ী সেগুলো অচিরেই প্রকাশ পাবে।<br><br> কেয়ামতের বড় বড় আলামত: <br>এগুলো হচ্ছে অনেক বড় বড় বিষয়এগুলোর প্রকাশ পাওয়া প্রমাণ করবে যে, কেয়ামত অতি নিকটে; কেয়ামত সংঘটিত হওয়ার সামান্য কিছু সময় বাকী আছেআর ছোট ছোট আলামত: কেয়ামতের ছোট আলামতের সংখ্যা অনেক বিষয়ে অনেক সহিহ হাদিস উদ্ধৃত হয়েছেএখানে আমরা সম্পূর্ণ হাদিস উল্লেখ না করে হাদিসগুলোর শুধু প্রাসঙ্গিক অংশটুকু উল্লেখ করবকারণ হাদিসগুলো উল্লেখ করতে গেলে উত্তরের কলেবর অনেক বড় হয়ে যাবেযিনি আরো বেশি জানতে চান তিনি বিষয়ে রচিত গ্রন্থাবলী পড়তে পারেনযেমন- শাইখ উমর সুলাইমান আল-আশকারেরআলকিয়ামতুস সুগরা”, শাইখ ইউসুফ আলওয়াবেল এরআশরাতুস সাআইত্যাদি।<br><br> কেয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে রয়েছে-<br> . নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়ত লাভ. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যু. বায়তুল মোকাদ্দাস বিজয়. ফিলিস্তিনেরআমওয়াসনামক স্থানে প্লেগ রোগ দেখা দেয়া. প্রচুর ধন-সম্পদ হওয়া এবং যাকাত খাওয়ার লোক না-থাকা. নানারকম গোলযোগ (ফিতনা) সৃষ্টি হওয়াযেমন ইসলামের শুরুর দিকে উসমান (রাঃ) এর হত্যাকাণ্ড সংঘটিত হওয়া, জঙ্গে জামাল সিফফিন এর যুদ্ধ, খারেজিদের আবির্ভাব, হাররার যুদ্ধ, কুরআন আল্লাহর একটি সৃষ্টি এই মতবাদের বহিঃপ্রকাশ ইত্যাদি. নবুয়তের মিথ্যা দাবিদারদের আত্মপ্রকাশযেমন- মুসাইলামাতুল কাযযাব আসওয়াদ আনসি. হেজাযে আগুন বের হওয়াসপ্তম শতাব্দীর মাঝামাঝি ৬৫৪হিঃ তে এই আগুন প্রকাশিত হয়েছেএটা ছিল মহাঅগ্নিতৎকালীন তৎপরবর্তী আলেমগণ এই আগুনের বিবরণ দিয়ে বিস্তারিত আলোচনা করেছেনযেমন ইমাম নববী লিখেছেন- “আমাদের জামানায় ৬৫৪হিজরিতে মদিনাতে আগুন বেরিয়েছেমদিনার পূর্ব পার্শ্বস্থকংকরময় এলাকাতে প্রকাশিত হওয়া এই আগুন ছিল এক মহাঅগ্নিসকল সিরিয়াবাসী অন্য সকল শহরের মানুষ তাওয়াতুর সংবাদের ভিত্তিতে তা অবহিত হয়েছেমদিনাবাসীদের মধ্যে এক ব্যক্তি আমাকে বিষয়টি নিশ্চিত করেছেন, যিনি নিজে সে আগুন প্রত্যক্ষ করেছেন।” . আমানতদারিতা না-থাকাআমানতদারিতা ক্ষুণ্ণ হওয়ার একটা উদাহরণ হচ্ছে- যে ব্যক্তি যে দায়িত্ব পালনের যোগ্য নয় তাকে সে দায়িত্ব প্রদান করা১০. ইলম উঠিয়ে নেয়া অজ্ঞতা বিস্তার লাভ করাইলম উঠিয়ে নেয়া হবে আলেমদের মৃত্যু হওয়ার মাধ্যমেসহিহ বুখারি সহিহ মুসলিম এর সপক্ষে হাদিস এসেছে১১. ব্যভিচার বেড়ে যাওয়া১২. সুদ ছড়িয়ে পড়া১৩. বাদ্য যন্ত্র ব্যাপকতা পাওয়া১৪. মদ্যপান বেড়ে যাওয়া১৫. বকরির রাখালেরা সুউচ্চ অট্টালিকা নির্মাণ করা১৬. কৃতদাসী কর্তৃক স্বীয় মনিবকে প্রসব করাএই মর্মে সহিহ বুখারি সহিহ মুসলিমে হাদিস সাব্যস্ত হয়েছেএই হাদিসের অর্থের ব্যাপারে আলেমগণের একাধিক অভিমত পাওয়া যায়ইবনে হাজার যে অর্থটি নির্বাচন করেছেন সেটি হচ্ছে- সন্তানদের মাঝে পিতামাতার অবাধ্যতা ব্যাপকভাবে দেখা দেয়াসন্তান তার মায়ের সাথে এমন অবমাননাকর অসম্মানজনক আচরণ করা যা একজন মনিব তার দাসীর সাথে করে থাকে১৭. মানুষ হত্যা বেড়ে যাওয়া১৮. অধিকহারে ভূমিকম্প হওয়া১৯. মানুষের আকৃতি রূপান্তর, ভূমি ধ্বস আকাশ থেকে পাথর পড়া২০. কাপড় পরিহিতা সত্ত্বেও উলঙ্গ এমন নারীদের বহিঃপ্রকাশ ঘটা২১. মুমিনের স্বপ্ন সত্য হওয়া২২. মিথ্যা সাক্ষ্য দেয়া বেড়ে যাওয়া; সত্য সাক্ষ্য লোপ পাওয়া২৩. নারীদের সংখ্যা বেড়ে যাওয়া২৪. আরব ভূখণ্ড আগের মত তৃণভূমি নদনদীতে ভরে যাওয়া২৫. একটি স্বর্ণের পাহাড় থেকে ফোরাত (ইউফ্রেটিস) নদীর উৎস আবিষ্কৃত হওয়া২৬. হিংস্র জীবজন্তু জড় পদার্থ মানুষের সাথে কথা বলা২৭. রোমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং মুসলমানদের সাথে তাদের যুদ্ধ হওয়া২৮. কনস্টান্টিনোপল বিজয় হওয়াপক্ষান্তরে কেয়ামতের বড় বড় আলামত হচ্ছে সেগুলো যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুযাইফা বিন আসিদ (রাঃ) এর হাদিসে উল্লেখ করেছেনসে হাদিসে সব মিলিয়ে ১০টি আলামত উল্লেখ করা হয়েছে: দাজ্জাল, ঈসা বিন মরিয়ম (আঃ) এর নাযিল হওয়া, ইয়াজুজ মাজুজ, পূর্বে পশ্চিমে আরব উপদ্বীপে তিনটি ভূমিধ্বস হওয়া, ধোঁয়া, সূর্যাস্তের স্থান হতে সূর্যোদয়, বিশেষ জন্তু, এমন আগুনের বহিঃপ্রকাশ যা মানুষকে হাশরের মাঠের দিকে নিয়ে যাবেএই আলামতগুলো একটার পর একটা প্রকাশ হতে থাকবেপ্রথমটি প্রকাশিত হওয়ার অব্যবহিত পরেই পরেরটি প্রকাশ পাবেইমাম মুসলিম হুযাইফা বিন আসিদ (রাঃ) হতে বর্ণনা করেন যে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে কথাবার্তা বলতে দেখে বললেন: তোমরা কি নিয়ে আলাপ-আলোচনা করছ? সাহাবীগণ বলল: আমরা কেয়ামত নিয়ে আলোচনা করছিতখন তিনি বললেন: নিশ্চয় দশটি আলামত সংঘটিত হওয়ার আগে কেয়ামত হবে নাতখন তিনি ধোঁয়া, দাজ্জাল, বিশেষ জন্তু, সূর্যাস্তের স্থান হতে সূর্যোদয়, ঈসা বিন মরিয়মের অবতরণ, ইয়াজুজ-মাজুজ, পূর্ব-পশ্চিম আরব উপদ্বীপে তিনটি ভূমি ধ্বস এবং সর্বশেষ ইয়েমেনে আগুন যা মানুষকে হাশরের দিকে তাড়িয়ে নিয়ে যাবে উল্লেখ করেনএই আলামতগুলোর ধারাবাহিকতা কী হবে সে ব্যাপারে সুস্পষ্ট সহিহ কোন দলীল পাওয়া যায় নাতবে বিভিন্ন দলিলকে একত্রে মিলিয়ে এগুলোর ধারাবাহিকতা নির্ধারণ করা হয়ে থাকেশাইখ উছাইমীনকে প্রশ্ন করা হয়েছিল কেয়ামতের বড় বড় আলামতগুলো কি ধারাবাহিকভাবে আসবে? জবাব দিতে গিয়ে তিনি বলেন: কেয়ামতের আলামতগুলোর মধ্যে কোন কোনটির ধারাবাহিকতা জানা গেছে; আর কোন কোনটির ধারাবাহিকতা জানা যায়নিধারাবাহিক আলামতগুলো হচ্ছে- ঈসা বিন মরিয়মের অবতরণ, ইয়াজুজ-মাজুজের বহিঃপ্রকাশ, দাজ্জালের আত্মপ্রকাশপ্রথমে দাজ্জালকে পাঠানো হবেতারপর ঈসা বিন মরিয়ম এসে দাজ্জালকে হত্যা করবেনতারপর ইয়াজুজ-মাজুজ বের হবেসাফফারিনী (রহঃ) তাঁর রচিত আকিদার গ্রন্থে এই আলামতগুলোর ধারাবাহিকতা নির্ধারণ করেছেনকিন্তু তাঁর নির্ণয়কৃত ধারাবাহিকতার কোন কোন অংশের প্রতি মন সায় দিলেও সবটুকু অংশের প্রতি মন সায় দেয় নাতাই এই আলামতগুলোর ধারাবাহিকতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে- কেয়ামতের বড় বড় কিছু আলামত আছেএগুলোর কোন একটি প্রকাশ পেলে জানা যাবে, কেয়ামত অতি সন্নিকটেকেয়ামত হচ্ছে- অনেক বড় একটা ঘটনাএই মহা ঘটনার নিকটবর্তিতা সম্পর্কে মানুষকে আগেভাগে সতর্ক করা প্রয়োজন বিধায় আল্লাহ তাআলা কেয়ামতের জন্য বেশ কিছু আলামত সৃষ্টি করেছেন।[মাজমুউ ফাতাওয়া, খণ্ড-, ফতোয়া নং- ১৩৭] আল্লাহই ভাল জানেন

http://islamqa.info/bn/78329

Copyright © 2024

সেন্টার ফর রিসার্চ এন্ড ইসলামিক স্টাডিজ, ঢাকা All rights reserved

Login