بسم الله الرحمن الرحيم

Shawwal 10, 1446h April 8, 2025

menu

সেন্টার ফর রিসার্চ এন্ড ইসলামিক স্টাডিজ, ঢাকা
Center For Research And Islamic Studies, Dhaka

ফতওয়া বিভাগ

Back

Back

27. যিনি আমার আলোচ্চ প্রশ্নটি পড়ছেন তাঁকে আমার সালাম আস্সালমুয়ালইকুম । জনাব , আল্লাহর কসম করে বলছি আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ার ট্রাই করি সকল ছোট খাটো পাপ , মিথ্যা,শিরিক পাপ থেকে দূরে থাকার চেষ্টা করি , যদি ভুল ক্রমে হয়েও যায় তাৎক্ষণিক তওবা করি । কিন্তু আমি দীর্ঘদিন যাবত হস্তমৈথুন এবং পর্ন এ আসক্ত । আমি বুঝতে পারছি জে মোবাইল ই আমার এই অধঃপতন এর কারণ , কিন্তু এইচএসসি পরীক্ষা সন্নিকটে হওয়ায় আমার কলেজ ওয়েবসাইট এবং প্রাইভেট টিউটর এর যোগাযোগের জন্য আমর মোবাইল টি ববাদ দেয় সম্ভব হচ্ছে না । আল্লাহর কসম করে বলছি আমি হাজার বার তওবা করেছি এই পাপ থেকে ফিরে আসার জন্যে , অনেক বার এমন হয়েছে জে কয়েক ম্যাশ তওবা ধরে রেখেছি কিন্তু শয়তানের তাড়নায় আবার এই হারামে লিপ্ত হয়েছি । আল্লাহর ওয়াস্তে আমাকে শাহায্য করুন ।আমি কি করতে পারি ।আমার জন্য দোয়া করবেন

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ এ ৬:২৭ PM

26. প্রশ্ন: আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার একটি পারিবারিক বিষয় নিয়ে গোপনে ইসলামি শরীয়ত অনুযায়ী পরামর্শ প্রয়োজন। আমার বিয়ে হয় ২৮-০৪-২০১৭ তারিখে। আমার এক কন্যাসন্তান আছে, তার জন্ম ৩১-০১-২০১৮। পারিবারিক কিছু সমস্যার কারণে ২০২১ সালে আমার স্বামী ও তার পরিবার একটি ডিভোর্স পেপার তৈরি করে। আমরা কোর্টে যাইনি। ডিভোর্স পেপারে প্রথমে স্বামীর পক্ষ থেকে তার বাসায় স্বাক্ষর নেওয়া হয়, পরে আমার বাসা থেকে আমার স্বাক্ষর নেওয়া হয়। এরপর আমার কাবিনের টাকা পরিশোধ করা হয়। কিন্তু আমার স্বামী কখনো মুখে বা লিখিতভাবে সরাসরি আমাকে “তালাক” বলেনি বা পাঠায়নি। শুধুমাত্র ওই ডিভোর্স পেপারে সই করেছে। বর্তমানে সে আরেকজনকে বিয়ে করেছে এবং তাদের সংসারে দুটি কন্যাসন্তান হয়েছে। কিন্তু আমি এখনো আর কোনো বিয়ে করিনি। এখন আমি জানতে চাই: ১. এই ডিভোর্স কি ইসলামী শরীয়ত অনুযায়ী বৈধ তালাক হিসেবে গণ্য হবে? ২. যদি তালাক হয়েছে ধরে নেওয়া হয়, তাহলে আমি কি আবার তাকে বিয়ে করতে পারি? ৩. যদি ইসলামি শরীয়ত মতে তালাক সম্পূর্ণ না হয়, তাহলে বর্তমান অবস্থায় আমাদের সম্পর্ক কি এখনও বৈধ বিবাহের মধ্যে গণ্য হবে? ৪. আমার করণীয় কী? আমি বিষয়টি খুব গোপনে জানতে চাই। দয়া করে ইসলামি শরীয়তের আলোকে সঠিক পরামর্শ দিন। জাযাকুমুল্লাহু খাইরান।

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ এ ৬:২১ PM

25. *প্রশ্ন:* আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আমি জানতে চাই, যদি কোনো স্বামী রাগের মাথায় স্ত্রীকে বলে: *"আমি তোকে ছাইড়া দিলাম, তুই অন্য কারো সাথে হাইসা কথা বলগা"*, এই কথার দ্বারা কি তালাক পতিত হবে? স্বামী বলছে, সে রাগে বলেছে, কিন্তু তার তালাক দেওয়ার স্পষ্ট নিয়ত ছিল কি না—এটি সে নিশ্চিতভাবে বলতে পারছে না। এই পরিস্থিতিতে ইসলামী শরীয়তের দৃষ্টিতে স্ত্রীর উপর তালাক পতিত হয়েছে কি না—এ বিষয়ে দয়া করে কুরআন ও সহীহ হাদীসের আলোকে বিস্তারিত জানালে উপকার হতো। *জাযাকাল্লাহু খাইরান।*

রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ এ ৮:১৯ PM

24. অবশ্যই, নিচে আপনার জন্য সুন্দরভাবে সাজানো প্রশ্নটি দিয়ে দিচ্ছি: --- *প্রশ্ন:* আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আমি জানতে চাই, যদি কোনো স্বামী রাগের মাথায় স্ত্রীকে বলে: *"আমি তোকে ছাইড়া দিলাম, তুই অন্য কারো সাথে হাইসা কথা বলগা"*, এই কথার দ্বারা কি তালাক পতিত হবে? স্বামী বলছে, সে রাগে বলেছে, কিন্তু তার তালাক দেওয়ার স্পষ্ট নিয়ত ছিল কি না—এটি সে নিশ্চিতভাবে বলতে পারছে না। এই পরিস্থিতিতে ইসলামী শরীয়তের দৃষ্টিতে স্ত্রীর উপর তালাক পতিত হয়েছে কি না—এ বিষয়ে দয়া করে কুরআন ও সহীহ হাদীসের আলোকে বিস্তারিত জানালে উপকার হতো। *জাযাকাল্লাহু খাইরান।*

রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ এ ১১:৫৯ AM

23. ami islamer aloke jante chai amr 2ta baccha ache boro cheler 9bochor aar chuto meyer 2bochor ei mashe holo amr chuto meye 1khono buker dudh khai amai chara kichchu bujhe na amon obosthai ami consiv kori onichcha thaka shotteo .ami eka thaki dui shontan niye amr maa nei .amr bor dhakate job kore.ami 1khon bachchata rakhte chachchina tate kore amr gunah hobe kina.amr bortoman dui bachcha dsekhar moto kew nai.amr dui bachcha hobar shomoy consiv kora theke delivery porjonto ami sick chilam.amr gontobbo chilo basha aar hospiytal,chuto meye hobar shomiy amr boro bachcha obohelai onadore boro hoyeche or shathe amr 1ta gap toiri hoye jay.ekhon islamer aloke amak eitar shothik uttor diben plz

সোমবার, ১০ মার্চ, ২০২৫ এ ৮:৩৫ PM

22. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার একটি প্রশ্ন আছে আমি এখানে একটি ইউটিউব ভিডিওর লিংক দিলাম এই ভিডিওটি আপনি একটু দেখবেন আমি যদি এ ধরনের ভিডিও তৈরি করি তাহলে কি আমার কোন পাপ হবে নাকি ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য সব পাবো। আমার প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি ইউটিউবে এই ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছি। যদি এধরনের কনটেন্ট বানানো পাপ হয় তাহলে আমি তৈরি করবো না। দয়া করে আমার এই প্রশ্নটির জবাব দিবেন। এখানে আমি ইউটিউব ভিডিওর লিংকটি দিয়ে দিলাম। (https://youtu.be/JVmLb_Y_8hM) দয়া করে আমার এই প্রশ্নের জবাবটি আমার whatsapp নাম্বারে দিবেন। 01710878852 ভালো থাকবেন আসসালামুআলাইকুম

শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫ এ ৯:০৭ PM

21. আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করার ছিল আমার:-দয়া করে আমার এই প্রশ্নটা উত্তর জানানোর চেষ্টা করবেন একটা ছেলে একজন মেয়েকে খুব ভালবাস তো মেয়েটা তাকে ইগনোর করে অনেকদিন ধরে এরকম চলতে থাকে (প্রায় ছয় বছর) আর ছেলেটা তার পিছন ছাড়ে না। ছেলেটা তাকে অনেক বুঝিয়েছে, যে আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু তাকে সমানে ইগনোর করে যায়। এইরকম ভাবে দেখতে দেখতে অনেকটা দিন কেটে যায় আর ছেলেটাও মেয়েটার পিছন ছেড়ে দেয়। আর অনেক বছর পর মেয়েটা ফিরে আসতে চাই ছেলেটার কাছে। মেয়েটা কিন্তু প্রথমে রাজি হয়নি প্রেমে পড়ার জন্য, ছেলেটা এক প্রকার জোর করে তাকে রাজি করিয়েছে। মানে ছেলেটা তার প্রেমে অনেক ইমোশনাল হয়ে পড়েছিল তো মেয়েটা তাই ভাবল যে সত্যি হতো তাকে ভালোবাসো তাই সে ফিরে আসতে চেয়েছে। (যদিও মেয়েটি এর মধ্যে কোন প্রেম করেনি) এখন ছেলেটা তাকে গ্রহণ করতে চাইছে না কেননা ছেলেটা চাইছে এমন একজনকে যে কিনা পুরোপুরি ধার্মিক হবে ইসলামিক। সে যেরকম গুণ চাইছে হয়তোবা সেই গুণগুলো মেয়েটার মধ্যে নেই (ছেলেটি শিওর নয়)। *(তবে ছেলেটি থাকে কথা দিয়েছিল তাকে বিয়ে করে সংসার করবে এখন কথা ফেরাতে পারছে না)* ছেলেটির মধ্যে প্রথমে দ্বীন সম্পর্কে অতটা জ্ঞান ছিল না তারপর সেই রকম জানতে পারলে এই বিষয়ে। তবে তার মনে হয়েছে যে ওই রকম গুণ তার মধ্যে নেই। তা ছাড়া ছেলেটা তাকে ইগনোর করে এই জন্য ইসলামিক দৃষ্টিতে প্রেম করা হারাম যেখানে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে প্রয়োজন ছাড়া কথা বলতে পারে না সেখানে সে কিভাবে কথা বলবে, মানে কিভাবে সে প্রেম করবে। ছেলেটি তার মনের মত মেয়ে চায় যে তাকে তার স্বামী হিসেবে গ্রহণ করবে। তো ছেলেটির মনে হয়েছে সেই রকম গুণ ওই মেয়েটির মধ্যে নেই। আর ওদিকে ইসলাম বলে কারোর মন ভাঙলে প্রচুর গুনাহ তো এখন ছেলেটা কি করবে না পারছে তাকে ধরে রাখতে না পাড়ছে তাকে ছেড়ে দিতে। কেননা সেই প্রথমে প্রেম করার জন্য আগ্রহী হয়েছিল এবং তাকে কথাও দিয়েছে তার সঙ্গে সে সংসার করতে চাই। এরকম পরিস্থিতিতে ছেলেটির ও মেয়েটির ইসলামিক দৃষ্টিতে কি করা উচিত।

সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ এ ২:০৭ AM

20. জুন ২০২৪-এর শুরুতে আমাদের সংসারে অনেক ঝগড়া হচ্ছিল। এক পর্যায়ে স্ত্রীকে চুপ করানোর উদ্দেশ্যে আমি তাকে ১ তালাক বলি (আমি জানতাম যে একসাথে ৩ তালাক না দিলে কোনোভাবেই তালাক হয় না)। কিছুদিন পর, জুন মাসের ২০/২৫ তারিখের মধ্যে একই পরিস্থিতিতে আমি আবার ২ বার তালাক বলি (তালাক দেওয়ার উদ্দেশ্য ছিল না, শুধু চুপ করানোর জন্য বলেছিলাম। যেহেতু আমি জানতাম যে ৩ তালাক একসাথে দিতে হয় তালাক হওয়ার জন্য)। জুন থেকে এখন ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত আমরা একই বাসায় ছিলাম, কিন্তু সহবাস একদিনও করিনি, শুধু থাকা-খাওয়া একই ছাদের নিচে হয়েছে। আমরা দুজনেই আবার সংসার করতে চাই, কিন্তু অনেক আলেম এবং ইউটিউবে বলা হচ্ছে যে ৩ বার বললেই এই সময়ের মধ্যে তালাক হয়ে যায়। এখন আমরা কী করতে পারি? আমরা সংসার করতে চাই।

শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫ এ ১:৩৬ PM

10. ৪ রাকাত ফরজ নামাযে দুই রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়ার পরে আরেক রাকাত পড়ে ভুল বসতো আবার আত্তাহিয়তু পড়ে ফেল্লে কি করা উচিত? আরেক রাকাত পড়ে সহসিজদাহ দ্বারা কি নামায শেষ করবো নাকি নামায পূনরায় পড়তে হবে?

শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ এ ৬:৪৬ AM

নামাজ

public

9. সিজদা করার সময় মাটিতে কপাল ও নাক লাগানো প্রশ্ন :১ নামাজে সিজদা করার সময় মাটিতে কপাল লাগানোর বিধান কী ? ২. সিজদা করার সময় মাটিতে নাক লাগানোর বিধান কী ? কেউ কেউ বলেন ওয়াজিব। আবার কারো কারো মত হলো সুন্নত। সঠিকটা জানানোর অনুরোধ করছি। ফয়েজ আহমাদ সিলেট

حامدا ومصليا উত্তর : ১. সিজদায় মাটিতে কপাল লাগানো আবশ্যক। যদি কেউ সিজদায় জমিনে কপাল না লাগায়, তাহলে নামাজ হবে না। কেউ কেউ সিজদা করার সময় মাটিতে কপ

আরো..

শনিবার, ২ নভেম্বর, ২০২৪ এ ৩:৪৮ PM

8. পরিবারের উপার্জনে হালাল ও হারামের সংমিশ্রণ থাকলে সেখান থেকে ভরণপোষণ করা কোনো বালেগ ছেলের জন্য কী জায়েজ হবে?

সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ এ ১১:১৪ PM

ঈমান-আকিদা

public

7. ঈমান

answer
answer 2

gg

আরো..

রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪ এ ৩:২৫ PM

6. সাহু সিজদা করার সঠিক নিয়ম কি?

সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ এ ১১:২০ PM

নামায

public

5. bose namajer niyom ki?

bose pora jabe

আরো..

সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ এ ৫:৪১ PM

নামায

public

3. ami roja dite parci na ki krbo?

ji parben dite

আরো..

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ এ ৬:০৭ PM

Copyright © 2024

সেন্টার ফর রিসার্চ এন্ড ইসলামিক স্টাডিজ, ঢাকা All rights reserved

Login