بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

Jumada al-Thani 21, 1446h December 23, 2024

menu

সেন্টার ফর রিসার্চ এন্ড ইসলামিক স্টাডিজ, ঢাকা
Center For Research And Islamic Studies, Dhaka

public/icons8-arrow-back-96.pngসকল

Mufti Abdur Rahman Hoosainee

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪ এ ৬:২৫ PM

ইমাম সালাম ফেরানোর সময় জামাতে শরিক হওয়া <br> প্রশ্ন : কেউ যদি ইমাম সালাম ফেরানোর সময় জামাতে শরিক হয়, তাহলে তার জামাতে শরিক হওয়া কী সঠিক হবে ?

حامدا ومصليا<br> উত্তর : এক. ইমাম যদিআস সালামশব্দেরমিমউচ্চারণ করার আগে মসবুক ব্যক্তি নামাজে শরিক হয়, তাহলে তার জামাতে শরিক হওয়া সহিহ হবে ক্ষেত্রে মসবুক যদি বসার আগেই ইমাম সালাম ফিরিয়ে দেন, তাহলে তার বসার প্রয়োজন নেইআর যদি মসবুক ব্যক্তি বসার পরপরই ইমাম সালাম ফিরিয়ে দেন, তাহলে মসবুক ব্যক্তি তাশাহহুদ (আততাহিয়্যাতু) পূর্ণ করে নিজের বাকি নামাজ আদায় করবে।<br><br> দুই. ইমামেরআস সালামশব্দেরমিমউচ্চারণের পর মসবুক ব্যক্তি যদি তাকবিরে তাহরিমা বলে জামাতে শরিক হয়, তাহলে তার জামাতে অংশগ্রহণ সহিহ হবে নাএই অবস্থায় মাসবুক ব্যক্তিকে আলাদাভাবে নামাজ আদায় করতে হবে।<br><br> তিন. ইমাম একদিকে সালাম ফিরানোর পর কোনো ব্যক্তি যদি নামাজে আসে, তাহলে তার জন্য ইমামের ইকতেদা বা অনুসরণ করা সঠিক নয়কারণআস সালামশব্দেরমিমউচ্চারণের সাথে সাথে ইমামের নামাজ শেষ হয়ে যায়এজন্য ইমাম একদিকে সালাম ফিরানোর পর আসা ব্যক্তিকে তাকবিরে তাহরিমা বলে আলাদাভাবে নিজের নামাজ শুরু করতে হবে ক্ষেত্রে নিজেকে ইমামের অনুসারী বা মুকতাদি মনে করা যাবে না।<br><br> المستندات الشرعية ١. (قوله: وتنقضي قدوة بالأول) أي بالسلام الأول. قال في التجنيس: الإمام إذا فرغ من صلاته فلما قال: "السلام" جاء رجل و اقتدى به قبل أن يقول: "عليكم" لايصير داخلًا في صلاته؛ لأنّ هذا سلام؛ ألا ترى أنه لو أراد أن يسلم على أحد في صلاته ساهيًا، فقال: "السلام" ثم علم فسكت تفسد صلاته. رد المحتار ،کتاب الصلاۃ، صفة الصلاۃ، مطلب لا ینبغی أن یعدل عن الدرایة اذا وافقہا روایة، ١: ٤٦٨، ط: ایچ، ایم، سعید.<br><br> ٢. قال فی التجینس : الإمام إذا فرغ من صلاته قلما قال السلام ، جاء رجل واقتدیٰ به قبل أن یقول علیکم لایصیر داخلاً فی صلاته؛ لأن هذا سلام. رد المحتار ،باب صفة الصلاۃ، ١ : ٤٣٦ ط: سعيد.<br><br> ٣. امام کے سلام پھیرنے سے پہلے تکبیر تحریمہ کہہ دی ہے تو جماعت میں شامل ہونے والا شمار ہوگا، تکبیرِتحریمہ دہرانے کی ضرورت نہیں ہے.<br><br> فتاوى رحيمية، ٥: ١٥٣. <br><br> والله تعالى أعلم<br> উত্তর প্রদানে<br> আবদুর রহমান হোসাইনী<br> জামিয়া ইসলামিয়া বায়তুস সালাম ঢাকা<br> //১৪৪৬ হিজরি

Copyright © 2024

সেন্টার ফর রিসার্চ এন্ড ইসলামিক স্টাডিজ, ঢাকা All rights reserved

Login