بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

Jumada al-Thani 21, 1446h December 23, 2024

menu

সেন্টার ফর রিসার্চ এন্ড ইসলামিক স্টাডিজ, ঢাকা
Center For Research And Islamic Studies, Dhaka

public/icons8-arrow-back-96.pngসকল

Mufti Abdur Rahman Hoosainee

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪ এ ৮:২১ PM

স্ত্রীর চিকিৎসার খরচ কে বহন করবে? প্রশ্ন : স্ত্রীর চিকিৎসা খরচ বহন করা স্বামীর ওপর আবশ্যক কি না ?

حامدا ومصليا উত্তর : বিবাহ বন্ধনের কারণে স্ত্রীর ভরণ-পোষণ প্রদান করা স্বামীর ওপর আবশ্যকপূর্বেকার ফুকাহায়ে কেরাম রাহি. জীবনের মৌলিক প্রয়োজনীয়তা যেমন খাবার, পোশাক বাসস্থানকে ভরণ-পোষণের অন্তর্ভুক্ত করেছেনতবে যুগ প্রচলিত রীতি-নীতির পরিবর্তনের সাথে সাথে এই প্রয়োজনীয়তার ব্যাখ্যাও পরিবর্তিত হয়বর্তমানে রোগব্যাধির আধিক্যের কারণে চিকিৎসাসেবা জীবনের প্রয়োজনীয়তার অংশ হয়ে দাঁড়িয়েছেকারণ চিকিৎসাসেবা বিহীন স্ত্রীর জন্য স্বামীর ঘরে জীবনযাপন সম্ভব নয়এজন্য সমকালীন অনেক ইসলামি আইন বিশেষজ্ঞ চিকিৎসাসেবাকে "নফকার" (ভরণ-পোষণ) অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করেছেনতাই সামর্থ্য অনুযায়ী স্ত্রীর চিকিৎসার খরচ বহন করা স্বামীর ওপর আবশ্যকপূর্বের ফুকাহায়ে কেরাম রাহি. চিকিৎসার খরচ স্বামীর ওপর আবশ্যক বলে ফতওয়া না দেওয়ার অন্যতম একটি কারণ ছিল, সে সময় চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নত ছিল না, যতটা আজকের দিনে হয়েছেফলে তখন মানুষের অসুস্থতা বা রোগব্যাধি বর্তমান সময়ের মতো এত বেশি ধরা পড়তো নাতদুপরি, যদি কোনো রোগ ধরা পড়তো, তাহলে সেই রোগের চিকিৎসা ঘরোয়াভাবে করা হতোকারণ প্রায় সব রোগের চিকিৎসাই তখন ঘরোয়া পদ্ধতিতে সম্পন্ন করা হতোতাছাড়া কখনও ডাক্তার দেখানোর প্রয়োজন হলেও খরচ হতো খুবই অল্পকারণ সে যুগে চিকিৎসার খরচ বর্তমান সময়ের তুলনায় অনেক কম ছিলএসব কারণেই সেই সময়ের ফুকাহায়ে কেরাম রাহি. চিকিৎসার খরচকে স্বামীর ওপর আবশ্যক বলে গণ্য করেননিতবে বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্নঘরোয়াভাবে রোগ নির্ণয় চিকিৎসা একেবারেই সম্ভব নয়অপরদিকে চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির কারণে রোগ নির্ণয় চিকিৎসার খরচ বহুগুণ বেড়েছেফলে বর্তমান সময়ে স্ত্রীর চিকিৎসার খরচ স্বামীর ওপর আবশ্যক বলে ফতওয়া দেওয়া ইসলামি শরিয়তের মূলনীতির সাথে অধিক মানানসই কারণেই সমকালীন অনেক ইসলামি আইন বিশেষজ্ঞ স্ত্রীর চিকিৎসার খরচ বহন করা স্বামীর ওপর আবশ্যক বলে ফতওয়া দিয়েছেন. ওহবাহ আজ জুহাইলি রাহি. বলেছেন, نَفَقَاتُ العِلَاجِ: قَرَّرَ فُقَهَاءُ المَذَاهِبِ الأَرْبَعَةِ أَنَّ الزَّوْجَ لا يَجِبُ عَلَيْهِ أُجُورُ التَّدَاوِي لِلْمَرْأَةِ المَرِيضَةِ مِنْ أُجْرَةِ طَبِيبٍ وَحَاجِمٍ وَفَاصِدٍ وَثَمَنِ دَوَاءٍ، وَإِنَّمَا تَكُونُ النَّفَقَةُ فِي مَالِهَا إِنْ كَانَ لَهَا مَالٌ، وَإِنْ لَمْ يَكُنْ لَهَا مَالٌ، وَجَبَتِ النَّفَقَةُ عَلَى مَنْ تَلْزَمُهُ نَفَقَتُهَا؛ لأَنَّ التَّدَاوِي لِحِفْظِ أَصْلِ الجِسْمِ، فَلا يَجِبُ عَلَى مُسْتَحِقِّ المَنْفَعَةِ، كَعِمَارَةِ الدَّارِ المُسْتَأْجَرَةِ، تَجِبُ عَلَى المَالِكِ لا عَلَى المُسْتَأْجِرِ، وَكَمَا لا تَجِبُ الفَاكِهَةُ لِغَيْرِ أُدُمٍ. وَيَظْهَرُ لَدَيَّ أَنَّ المُدَاوَاةَ لَمْ تَكُنْ فِي المَاضِي حَاجَةً أَسَاسِيَّةً، فَلا يَحْتَاجُ الإِنْسَانُ غَالِبًا إِلَى العِلَاجِ؛ لأَنَّهُ يَلْتَزِمُ قَوَاعِدَ الصِّحَّةِ وَالوِقَايَةِ، فَاجْتِهَادُ الفُقَهَاءِ مَبْنِيٌّ عَلَى عُرْفٍ قَائِمٍ فِي عَصْرِهِمْ. أَمَّا الآنَ فَقَدْ أَصْبَحَتِ الحَاجَةُ إِلَى العِلَاجِ كَالحَاجَةِ إِلَى الطَّعَامِ وَالغِذَاءِ، بَلْ أَهَمَّ؛ لأَنَّ المَرِيضَ يُفَضِّلُ غَالِبًا مَا يَتَدَاوَى بِهِ عَلَى كُلِّ شَيْءٍ، وَهَلْ يُمْكِنُهُ تَنَاوُلُ الطَّعَامِ وَهُوَ يَشْكُو وَيَتَوَجَّعُ مِنَ الآلَامِ وَالأَوْجَاعِ الَّتِي تَبْرَحُ بِهِ وَتُجْهِدُهُ وَتُهَدِّدُهُ بِالمَوْتِ؟! لِذَا فَإِنِّي أَرَى وُجُوبَ نَفَقَةِ الدَّوَاءِ عَلَى الزَّوْجِ كَغَيْرِهَا مِنَ النَّفَقَاتِ الضَّرُورِيَّةِ، وَمِثْلَ وُجُوبِ نَفَقَةِ الدَّوَاءِ اللَّازِمِ لِلْوَلَدِ عَلَى الوَالِدِ بِالإِجْمَاعِ، وَهَلْ مِنْ حُسْنِ العِشْرَةِ أَنْ يَسْتَمْتِعَ الزَّوْجُ بِزَوْجَتِهِ حَالَ الصِّحَّةِ، ثُمَّ يُرَدَّهَا إِلَى أَهْلِهَا لِمُعَالَجَتِهَا حَالَ المَرَضِ؟! চিকিৎসা ব্যয়: চার মাজহাবের ফকিহগণ সিদ্ধান্ত দিয়েছেন যে, অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ বহন করা স্বামীর ওপর ওয়াজিব নয়যেমন চিকিৎসকের ফি, শিঙ্গা লাগানোর খরচ, রক্তপাত বন্ধ করার খরচ বা ওষুধের দামএগুলোর খরচ স্ত্রীর সম্পদ থেকে প্রদান করতে হবে যদি তার নিজের সম্পদ থাকেআর যদি স্ত্রীর কোনো সম্পদ না থাকে, তাহলে যাঁর ওপর স্ত্রীর ভরণ-পোষণের দায়িত্ব রয়েছে, তাঁর ওপর এই খরচ বহন করা আবশ্যক হবেকারণ, চিকিৎসা মূলত দেহের অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজন, যা সুবিধা বা উপকার গ্রহণকারী ব্যক্তির ওপর আবশ্যক নয়যেমন ভাড়া করা বাড়ির মেরামত খরচ বাড়ির মালিকের ওপর থাকে, ভাড়াটিয়ার ওপর নয়আমার কাছে প্রতীয়মান হয় যে, অতীতে চিকিৎসা করা মৌলিক প্রয়োজন ছিল নাকারণ মানুষ সাধারণত স্বাস্থ্যবিধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার ফলে চিকিৎসার প্রয়োজন পড়ত নাতাই ফকিহগণের সিদ্ধান্ত তাঁদের সময়ের প্রচলিত রীতির ওপর ভিত্তি করে ছিলকিন্তু বর্তমানে চিকিৎসার প্রয়োজনীয়তা খাদ্য পুষ্টির প্রয়োজনীয়তার মতোবরং তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছেকারণ অসুস্থ ব্যক্তি সাধারণত যা দিয়ে চিকিৎসা করা যায়, সেটাকেই সবকিছুর ওপরে প্রাধান্য দেনঅসুস্থ ব্যক্তি কি তীব্র যন্ত্রণা কষ্টে ভোগার সময় খাবার খেতে পারবেন? এমনকি তাঁর জীবনের ঝুঁকি থাকলে? এজন্য আমি মনে করি, স্বামীর ওপর স্ত্রীর চিকিৎসার ব্যয় অন্যান্য জরুরি ব্যয়ের মতোই ওয়াজিবযেমন সন্তানের চিকিৎসার ব্যয় পিতার ওপর বাধ্যতামূলক, যা সর্বসম্মতিক্রমে স্বীকৃতআর এটি কি সঙ্গত হবে যে, স্বামী সুস্থ অবস্থায় স্ত্রী থেকে উপকৃত হবে, কিন্তু অসুস্থ অবস্থায় তাকে তার পরিবারের কাছে পাঠিয়ে দেবে চিকিৎসার জন্য ? আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু ১০/৭৩৮১ শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানি হাফি. বলেছেন, تلاش کے باوجود قرآن وسنت کی کوئی ایسی نص بھی نہیں ملی جس میں یہ صراحت ہوکہ علاج کاخرچہ شوہر پرواجب نہیں،اس لیے احقر کو کچھ یہ خیال ہوتاہے کہ قرآن کریم میں نفقہ کے ساتھ" المعروف" کی قید لگائی گئی ہے،جس کاحاصل یہ معلوم ہوتاہے کہ نفقہ کاتعین عرف پر مبنی ہے،پچھلے دور میں چونکہ علاج کاخرچہ کچھ لمبا چھوڑا نہیں ہوتاتھا اس لیے شاید عرف یہ تھا کہ وہ نفقہ میں شامل نہیں،اگر یہ بات درست ہو توعرف کی تبدیلی سے حکم بدلناچاہئے اور بظاہر یہ معلوم ہوتاہے کہ ہمارے دور میں عرفاً علاج نفقے کاحصہ ہے. অনুসন্ধান সত্ত্বেও কুরআন সুন্নাহর এমন কোনো দলিল পাওয়া যায়নি, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, চিকিৎসার খরচ স্বামীর ওপর আবশ্যক নয়তাই আমার মত হলো, পবিত্র কুরআনে যেখন ভরণ-পোষণের কথা উল্লেখ করা হয়েছে, সেখানে "المعروف" (প্রচলিত রীতি) এর শর্ত জুড়ে দেওয়া হয়েছেএর অর্থ এই দাঁড়ায় যে, ভরণ-পোষণের সীমা বা ধরণ নির্ধারণ করা হয় প্রচলিত সামাজিক রীতির ওপর ভিত্তি করেপূর্ববর্তী যুগে যেহেতু চিকিৎসার ব্যয় খুব বেশি হত নাসম্ভবত এই কারণে সে সময়ের প্রচলিত রীতি অনুযায়ী চিকিৎসার খরচ ভরণ-পোষণের অন্তর্ভুক্ত ছিল নাযদি এই ব্যাখ্যা সঠিক হয়, তাহলে সামাজিক রীতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বিষয়ে বিধানও পরিবর্তন হওয়া উচিতআর এটি স্পষ্ট প্রতীয়মান হয় যে, আমাদের এই সময়ে প্রচলিত সামাজিক রীতি অনুযায়ী চিকিৎসার খরচ ভরণ-পোষণের অংশ হিসেবে গণ্য হয়ফতওয়া উসমানি /৪৯১ المستندات الشرعية وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ. سورة البقرۃ، ٢٣٣. ليس في النفقة عندنا تقدير لازم ،لأن المقصود من النفقة الكفاية وذلك ممايختلف فيه طباع الناس وأحوالهم ، ويختلف باختلاف الأوقات أيضا. البحرالرائق، باب النفقة، ٤: ٢٩٦. ولاتقدیر في النفقة عندنا، وإنمايجب عليه كفايتها بالمعروف وذالك يختلف باختلاف الأوقات والأماكن۔۔۔وھذاکله في عرفهم أما في عرفنا نفقة المرأة تختلف بأحوال الناس. قاضيخان، ٢: ٢٥٤. والله تعالى أعلم উত্তর প্রদানে আবদুর রহমান হোসাইনী জামিয়া ইসলামিয়া বায়তুস সালাম ঢাকা ১৭//১৪৪৬ হিজরি

Copyright © 2024

সেন্টার ফর রিসার্চ এন্ড ইসলামিক স্টাডিজ, ঢাকা All rights reserved

Login