بسم الله الرحمن الرحيم

Shawwal 21, 1446h April 19, 2025

menu

সেন্টার ফর রিসার্চ এন্ড ইসলামিক স্টাডিজ, ঢাকা
Center For Research And Islamic Studies, Dhaka

public/icons8-arrow-back-96.pngসকল

Mufti Abdur Rahman Hoosainee

শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫ এ ৮:৫৯ PM

নিজ সম্পদ দ্বারা উপকৃত হওয়া সম্ভব না হলে কি যাকাত নেওয়া যাবে?x

প্রশ্ন:আমার পরিচিত কিছু লোক দ্বীনি কাজের নিরাপত্তার স্বার্থে বাড়ি থেকে দূরে অবস্থান করেন। বাড়ির সাথে যোগাযোগ থাকলেও নিরাপত্তার খাতিরে বাড়িতে যেতে পারেন না। ফলে বাড়ি থেকে সম্পদ নেওয়া কিংবা তা দ্বারা উপকৃত হওয়ার কোনো সুযোগ তাঁদের নেই। জানার বিষয় হলো, তাঁদের বাড়িতে জমি-জমা থাকলে, তাঁদেরকে কি যাকাতের টাকা দেওয়া যাবে? আর যদি কারো মাধ্যমে জমি-জমা বিক্রি করা কিংবা তা দ্বারা উপকৃত হওয়ার সুযোগ থাকে, তাহলে হুকুম কী হবে?-মুহাম্মাদ আবদুল মাজেদউত্তর:بسم الله الرحمن الرحيمالحمد لله وسلام على عباده الذين اصطفى، أما بعد!যেসব ভাই নিজে বা কারো মাধ্যমে আপন সম্পদ থেকে প্রয়োজনীয় খরচের ব্যবস্থা করতে পারছেন না এবং খরচ চালানোর মতো কোনো উপার্জন বা অন্য কোনো ব্যবস্থাও তাদের নেই, তাদেরকে ব্যক্তিগত প্রয়োজন পরিমাণ যাকাত দেয়া যাবে। এক্ষেত্রে বাড়িতে থাকা সম্পদ যাকাত গ্রহণে বাধা হবে না। তবে তারা কোনো সংগঠনের সাথে যুক্ত থাকলে সংগঠনের অফিসিয়াল কাজে যে খরচ করেন, তা যাকাত থেকে দেয়া যাবে না। হ্যাঁ, যাকাতের কোনো সম্পদ তাদেরকে সম্পূর্ণ মালিক বানিয়ে দিলে সেটা তারা চাইলে অফিসিয়াল কাজে ব্যয় বা ব্যবহার করতে পারবেন।পক্ষান্তরে কোনো মাধ্যমে বাড়ির সম্পদ থেকে খরচের ব্যবস্থা করতে সক্ষম হলে অথবা খরচ চালানোর মতো উপার্জন বা অন্য কোনো ব্যবস্থা থাকলে যাকাত দেয়া যাবে না। তবে যতটুকু ব্যবস্থা আছে তা যথেষ্ট না হলে বাকিটুকু যাকাত থেকে দেয়া যাবে।উভয় ক্ষেত্রেই তাদেরকে প্রয়োজনের অতিরিক্ত যাকাত দেয়া যাবে না।-ইখতিয়ার: ১/১৯৪, দারুল হাদীস; গায়াতুল বয়ান: ৩/১১৪, দারু যিয়া –কুয়েত; ফাতহুল কাদীর: ২/২৬৯, মাকতাবায়ে আশরাফিয়্যা –দেওবন্দ; রদ্দুল মুহতার: ২/৩৪৩, দারুল ফিকর; রুহুল মাআনী: ১০/৪৩১, দারুল হাদীস; ইমদাদুল ফাতাওয়া (জাদীদ): ৩/৫৪৩, যাকারিয়া; ফাতাওয়া মাহমুদিয়া: ৯/৬০০, জামিয়া ফারুকিয়া করাচি; ফতোয়া সাইট বানুরী টাউন: ১৪৪১০৫২০০৯৫৮, ১৪৪৩০৮১০২০১৬, ১৪৪৩০৬১০০৬৭৪; ফতোয়া সাইট দারুল উলুম দেওবন্দ: ১৭৮৩৬১ فقط، والله تعالى أعلم بالصواب.আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)১১-০৪-১৪৪৬ হি.১৫-১০-২০২৪ ঈ.

Copyright © 2024

সেন্টার ফর রিসার্চ এন্ড ইসলামিক স্টাডিজ, ঢাকা All rights reserved

Login