সকলসোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ এ ২:০৭ AM
আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করার ছিল আমার:-দয়া করে আমার এই প্রশ্নটা উত্তর জানানোর চেষ্টা করবেন একটা ছেলে একজন মেয়েকে খুব ভালবাস তো মেয়েটা তাকে ইগনোর করে অনেকদিন ধরে এরকম চলতে থাকে (প্রায় ছয় বছর) আর ছেলেটা তার পিছন ছাড়ে না। ছেলেটা তাকে অনেক বুঝিয়েছে, যে আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু তাকে সমানে ইগনোর করে যায়। এইরকম ভাবে দেখতে দেখতে অনেকটা দিন কেটে যায় আর ছেলেটাও মেয়েটার পিছন ছেড়ে দেয়। আর অনেক বছর পর মেয়েটা ফিরে আসতে চাই ছেলেটার কাছে। মেয়েটা কিন্তু প্রথমে রাজি হয়নি প্রেমে পড়ার জন্য, ছেলেটা এক প্রকার জোর করে তাকে রাজি করিয়েছে। মানে ছেলেটা তার প্রেমে অনেক ইমোশনাল হয়ে পড়েছিল তো মেয়েটা তাই ভাবল যে সত্যি হতো তাকে ভালোবাসো তাই সে ফিরে আসতে চেয়েছে। (যদিও মেয়েটি এর মধ্যে কোন প্রেম করেনি) এখন ছেলেটা তাকে গ্রহণ করতে চাইছে না কেননা ছেলেটা চাইছে এমন একজনকে যে কিনা পুরোপুরি ধার্মিক হবে ইসলামিক। সে যেরকম গুণ চাইছে হয়তোবা সেই গুণগুলো মেয়েটার মধ্যে নেই (ছেলেটি শিওর নয়)। *(তবে ছেলেটি থাকে কথা দিয়েছিল তাকে বিয়ে করে সংসার করবে এখন কথা ফেরাতে পারছে না)* ছেলেটির মধ্যে প্রথমে দ্বীন সম্পর্কে অতটা জ্ঞান ছিল না তারপর সেই রকম জানতে পারলে এই বিষয়ে। তবে তার মনে হয়েছে যে ওই রকম গুণ তার মধ্যে নেই। তা ছাড়া ছেলেটা তাকে ইগনোর করে এই জন্য ইসলামিক দৃষ্টিতে প্রেম করা হারাম যেখানে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে প্রয়োজন ছাড়া কথা বলতে পারে না সেখানে সে কিভাবে কথা বলবে, মানে কিভাবে সে প্রেম করবে। ছেলেটি তার মনের মত মেয়ে চায় যে তাকে তার স্বামী হিসেবে গ্রহণ করবে। তো ছেলেটির মনে হয়েছে সেই রকম গুণ ওই মেয়েটির মধ্যে নেই। আর ওদিকে ইসলাম বলে কারোর মন ভাঙলে প্রচুর গুনাহ তো এখন ছেলেটা কি করবে না পারছে তাকে ধরে রাখতে না পাড়ছে তাকে ছেড়ে দিতে। কেননা সেই প্রথমে প্রেম করার জন্য আগ্রহী হয়েছিল এবং তাকে কথাও দিয়েছে তার সঙ্গে সে সংসার করতে চাই। এরকম পরিস্থিতিতে ছেলেটির ও মেয়েটির ইসলামিক দৃষ্টিতে কি করা উচিত।