সকলরবিবার, ৬ এপ্রিল, ২০২৫ এ ১১:৫৯ AM
অবশ্যই, নিচে আপনার জন্য সুন্দরভাবে সাজানো প্রশ্নটি দিয়ে দিচ্ছি: --- *প্রশ্ন:* আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আমি জানতে চাই, যদি কোনো স্বামী রাগের মাথায় স্ত্রীকে বলে: *"আমি তোকে ছাইড়া দিলাম, তুই অন্য কারো সাথে হাইসা কথা বলগা"*, এই কথার দ্বারা কি তালাক পতিত হবে? স্বামী বলছে, সে রাগে বলেছে, কিন্তু তার তালাক দেওয়ার স্পষ্ট নিয়ত ছিল কি না—এটি সে নিশ্চিতভাবে বলতে পারছে না। এই পরিস্থিতিতে ইসলামী শরীয়তের দৃষ্টিতে স্ত্রীর উপর তালাক পতিত হয়েছে কি না—এ বিষয়ে দয়া করে কুরআন ও সহীহ হাদীসের আলোকে বিস্তারিত জানালে উপকার হতো। *জাযাকাল্লাহু খাইরান।*