সকলমঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ এ ৬:২৭ PM
যিনি আমার আলোচ্চ প্রশ্নটি পড়ছেন তাঁকে আমার সালাম আস্সালমুয়ালইকুম । জনাব , আল্লাহর কসম করে বলছি আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ার ট্রাই করি সকল ছোট খাটো পাপ , মিথ্যা,শিরিক পাপ থেকে দূরে থাকার চেষ্টা করি , যদি ভুল ক্রমে হয়েও যায় তাৎক্ষণিক তওবা করি । কিন্তু আমি দীর্ঘদিন যাবত হস্তমৈথুন এবং পর্ন এ আসক্ত । আমি বুঝতে পারছি জে মোবাইল ই আমার এই অধঃপতন এর কারণ , কিন্তু এইচএসসি পরীক্ষা সন্নিকটে হওয়ায় আমার কলেজ ওয়েবসাইট এবং প্রাইভেট টিউটর এর যোগাযোগের জন্য আমর মোবাইল টি ববাদ দেয় সম্ভব হচ্ছে না । আল্লাহর কসম করে বলছি আমি হাজার বার তওবা করেছি এই পাপ থেকে ফিরে আসার জন্যে , অনেক বার এমন হয়েছে জে কয়েক ম্যাশ তওবা ধরে রেখেছি কিন্তু শয়তানের তাড়নায় আবার এই হারামে লিপ্ত হয়েছি । আল্লাহর ওয়াস্তে আমাকে শাহায্য করুন ।আমি কি করতে পারি ।আমার জন্য দোয়া করবেন