মুফতি আবদুর রহমান হোসাইনী
বিরল প্রতিভার এক নন্দিত ব্যক্তিত্বের নাম। তরুণ আলমে দ্বীন, মুফতি,মুহাদ্দিস, সৃজনশীল লেখক, গবেষক, কবি, অনুবাদক, সম্পাদক ও সুদূরপ্রসারী বিচক্ষণ চিন্তক।
জন্ম ৫ ফেব্রুয়ারি ১৯৯৫ ঈসায়ী, সিলেট। বহুমাত্রিক প্রতিভাধর তরুণ উদীয়মান এই মেধাবী আলেম শরহে বেকায়া ও মেশকাত ( স্নাতক) এর বোর্ড পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের জানান দেন। এরপর দাওরায়ে হাদিস (মাস্টার্স) এর বোর্ড পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ২০১৭ ঈসায়ী, রাজধানীর জামিআ ইসলামিয়া দারুল উলুম ঢাকা (মসজিদুল আকবর কমপ্লেক্স) মিরপুর-১ থেকে ফতওয়া ও ইসলামি আইন গবেষণা বিভাগের (Faculty of Specialization in Islamic Jurisprudence) পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকারের মাধ্যমে ধারাবাহিক সাফল্যের কৃতিত্ব অর্জন করেন।
ফিকহ ( ইসলামি আইন) এর পাশাপাশি সাহিত্যচর্চা, কাব্য-কবিতা ও প্রবন্ধ রচনায় তিনি অনন্য। ২০১৯ ঈসায়ী সালের বইমেলায় প্রকাশিত তাঁর প্রথম কবিতাগ্রন্থ "ধর্ষিতা জননী"।
আধুনিক মাসআলা ও ইসলামি অর্থনীতিতে অভিজ্ঞ এই আলেম একাডেমিক পড়ালেখা শেষ করে রাজধানীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া শায়খ যাকারিয়্যা ঢাকার সিনিয়র মুহাদ্দিস এবং ফতওয়া ও ইসলামি আইন গবেষণা বিভাগের (Faculty of Specialization in Islamic Jurisprudence) মুশরিফ হিসেবে দীর্ঘ ৭ বছর অত্যন্ত সুনিপুণ ও সুচারুরূপে দক্ষতার সাথে দায়িত্ব আঞ্জাম দিয়েছেন।
পরবর্তীতে আসাতিজায়ে কেরাম ও বড়দের রাহনুমায়ি ও পরামর্শক্রমে ১৪৪৫ হিজরি / ২০২৪ ঈসায়ী শিক্ষাবর্ষ থেকে ঢাকা, মিরপুরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালাম ঢাকা, (সেকশন - ১২, পল্লবী, মিরপুর, ঢাকা—১২১৬) —এর নায়েবে মুফতি এবং ফতওয়া বিভাগের জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
প্রখর মেধাবী, শাণিত বুদ্ধিমত্তা ও উদ্যমতার অধিকারী এই লেখক মনের মাধুরীমাখা অনুভূতিগুলো তত্ত্ব ও তথ্যের সমন্বয়ে রাঙিয়ে তোলেন কলমের তুলিতে।
আধুনিক এই যুগে অত্যাধুনিক সব কিছুর ছড়াছড়ি। সবকিছুতেই মানুষ এখন অনেকটাই অনলাইন নির্ভর। যুগের চাহিদা অনুযায়ী মানুষ এখন সরাসরি কারো কাছে গিয়ে কোনো মাসআলা জিজ্ঞাসা করে সমাধান নেওয়া থেকে অনলাইনের মাধ্যমে সমাধান নেওয়াকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে। এজন্য ইসলামপ্রিয় জনগণের চাহিদার দিকে লক্ষ্য করে তাদের সেবা দেওয়ার জন্য মুফতি আবদুর রহমান হোসাইনী সাহেব অনলাইন ভিত্তিক একটি প্লাটফর্ম তৈরির চিন্তা করেন। সেই চিন্তার ফসল আজকের " সেন্টার ফর রিসার্চ এন্ড ইসলামিক স্টাডিজ ঢাকা (Centre for Research & Islamic Studies Dhaka [CRIS])।
ইতোমধ্যে এই রিসার্চ সেন্টারের মাধ্যমে ৬ হাজারের অধিক ফতওয়া দেওয়া হয়েছে। মুফতি আবদুর রহমান হোসাইনী সাহেব সেন্টার ফর রিসার্চ এন্ড ইসলামিক স্টাডিজ ঢাকা (Centre for Research & Islamic Studies Dhaka [CRIS]) এর ফাউন্ডার, পরিচালক ও প্রধান মুফতি হিসেবে অবৈতনিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এছাড়াও তিনি Shariah Advisory & Research Council [SARC] এর সহকারী মহাসচিব হিসেবে দায়িত্বরত আছেন।
মুসলিম উম্মার প্রয়োজন ও চাহিদাকে সামনে রেখে তিনি অনেকগুলো মূল্যবান গ্রন্থ রচনা করেছেন।
প্রকাশিতব্য উল্লেখযোগ্য গ্রন্থাবলী :
১. ইসলাম ও আধুনিক মাসায়েল।
২. আধুনিক লেনদেনের ইসলামি বিধান।
৩. নামাজের পর সম্মিলিত দুআর শরয়ি বিধান।
৪. জাকাতের মাসায়েল ও আধুনিক প্রয়োগ।
৫. আরব আলেমদের দৃষ্টিতে মাজহাব।
৬. ব্যাংকিং কার্ডস : পরিচিতি, প্রকৃতি ও শরয়ি বিধান।
৭. ইতহাফুল মুসলিম ( অনুবাদ ও ব্যাখ্যা)।
৮. জাদিদ ফিকহি মাসায়েল ( অনুবাদ ও সম্পাদনা)।