بسم الله الرحمن الرحيم

Shawwal 19, 1446h April 17, 2025

menu

সেন্টার ফর রিসার্চ এন্ড ইসলামিক স্টাডিজ, ঢাকা
Center For Research And Islamic Studies, Dhaka

সকলQnA
ঈমান-আকিদা
ইসলামি ইতিহাস
তাফসির
ইলম
বিদআত
পবিত্রতা
নামাজ
জানাজার নামাজ
তিলাওয়াতে সিজদা
জাকাত
উশর ও খারাজ
রোজা
হজ
বিবাহ
দুধপান
তালাক
ভরণ-পোষণ
সংগীত
Back

Back

29. আমার সঙ্গে একজন ছেলের দীর্ঘদিনের সম্পর্ক ছিল, এবং ২০২৩ সালের ২৬ অক্টোবর আমরা গোপনে বিয়ে করি। পরে পারিবারিক চাপে আমাদের ২৯ অক্টোবর ২০২৩ জোর করে ডিভোর্স পেপারে সই করানো হয়, পেপারটিতে লেখা ছিলো যে আমার স্বামী আমার ভরণপোষণের দায়িত্ব নিতে পারেনা আমি তার সাথে ভালো নেই তাই আমি তাকে তালাক দিচ্ছি-কিন্তু এসবের কোনোটিই সত্য নয়, আমরা কেউই ইচ্ছা করে সই করিনি। এরপর আমাদের যোগাযোগ গোপনে চলতে থাকে। প্রায় অনেক মাস আগে আমাদের মধ্যে ঝগড়া হয়, এবং সেই সময় আমার স্বামী রাগ করে আমাকে মেসেজে লিখে পাঠায় “তালাক, তালাক, তালাক”। তবে এখন সে বলছে, তার মনে নেই সে এই কথাগুলো কখন লিখেছে — সে তালাক দেওয়ার কথা মনে করতে পারছে না। আমার প্রশ্ন হলো: 1. এই লিখিত মেসেজে “তালাক, তালাক, তালাক” বলাটা কি ইসলামি শরিয়তে বৈধ তালাক হিসেবে ধরা হবে? 2. যদি স্বামী নিজেই মনে করতে না পারে সে এই কথা লিখেছে বা বলেছে — তবে কি নিয়তের অনুপস্থিতিতে তালাক কার্যকর হয় না? 3. এই তালাক যদি বৈধ হয়, তাহলে কি এটি তিন তালাক হিসেবে গণ্য হবে? 4. আমাদের বিয়েটা কি এখনো ইসলামি দৃষ্টিতে বৈধ/হালাল আছে, নাকি ভেঙে গেছে? 5. যদি বিয়েটা ভেঙ্গে গিয়ে থাকে তাহলে আমরা ভিডিও কলে দুজন সাক্ষী রেখে মোহরানা ধরে কাজি ছাড়া বিয়ে করলে কি আমাদের সম্পর্ক হালাল হবে? 6.যদি আমাদের তালাক হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আমরা পুনরায় আমাদের সম্পর্ক হালাল করতে চাই এক্ষেত্রে আমাদের সম্পর্ক হালাল করার সহিহ উপায় কি? আমি একজন মুসলিম নারী হিসেবে সত্য জানতে চাই এবং ইসলামের বিধান অনুযায়ী চলতে চাই। অনুগ্রহ করে শরিয়তের আলোকে আমার এই পরিস্থিতির সঠিক ব্যাখ্যা ও ফতোয়া দিন। জাযাকাল্লাহু খাইরান।

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ এ ২:০০ PM

26. প্রশ্ন: আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার একটি পারিবারিক বিষয় নিয়ে গোপনে ইসলামি শরীয়ত অনুযায়ী পরামর্শ প্রয়োজন। আমার বিয়ে হয় ২৮-০৪-২০১৭ তারিখে। আমার এক কন্যাসন্তান আছে, তার জন্ম ৩১-০১-২০১৮। পারিবারিক কিছু সমস্যার কারণে ২০২১ সালে আমার স্বামী ও তার পরিবার একটি ডিভোর্স পেপার তৈরি করে। আমরা কোর্টে যাইনি। ডিভোর্স পেপারে প্রথমে স্বামীর পক্ষ থেকে তার বাসায় স্বাক্ষর নেওয়া হয়, পরে আমার বাসা থেকে আমার স্বাক্ষর নেওয়া হয়। এরপর আমার কাবিনের টাকা পরিশোধ করা হয়। কিন্তু আমার স্বামী কখনো মুখে বা লিখিতভাবে সরাসরি আমাকে “তালাক” বলেনি বা পাঠায়নি। শুধুমাত্র ওই ডিভোর্স পেপারে সই করেছে। বর্তমানে সে আরেকজনকে বিয়ে করেছে এবং তাদের সংসারে দুটি কন্যাসন্তান হয়েছে। কিন্তু আমি এখনো আর কোনো বিয়ে করিনি। এখন আমি জানতে চাই: ১. এই ডিভোর্স কি ইসলামী শরীয়ত অনুযায়ী বৈধ তালাক হিসেবে গণ্য হবে? ২. যদি তালাক হয়েছে ধরে নেওয়া হয়, তাহলে আমি কি আবার তাকে বিয়ে করতে পারি? ৩. যদি ইসলামি শরীয়ত মতে তালাক সম্পূর্ণ না হয়, তাহলে বর্তমান অবস্থায় আমাদের সম্পর্ক কি এখনও বৈধ বিবাহের মধ্যে গণ্য হবে? ৪. আমার করণীয় কী? আমি বিষয়টি খুব গোপনে জানতে চাই। দয়া করে ইসলামি শরীয়তের আলোকে সঠিক পরামর্শ দিন। জাযাকুমুল্লাহু খাইরান।

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ এ ৬:২১ PM

25. *প্রশ্ন:* আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আমি জানতে চাই, যদি কোনো স্বামী রাগের মাথায় স্ত্রীকে বলে: *"আমি তোকে ছাইড়া দিলাম, তুই অন্য কারো সাথে হাইসা কথা বলগা"*, এই কথার দ্বারা কি তালাক পতিত হবে? স্বামী বলছে, সে রাগে বলেছে, কিন্তু তার তালাক দেওয়ার স্পষ্ট নিয়ত ছিল কি না—এটি সে নিশ্চিতভাবে বলতে পারছে না। এই পরিস্থিতিতে ইসলামী শরীয়তের দৃষ্টিতে স্ত্রীর উপর তালাক পতিত হয়েছে কি না—এ বিষয়ে দয়া করে কুরআন ও সহীহ হাদীসের আলোকে বিস্তারিত জানালে উপকার হতো। *জাযাকাল্লাহু খাইরান।*

রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ এ ৮:১৯ PM

24. অবশ্যই, নিচে আপনার জন্য সুন্দরভাবে সাজানো প্রশ্নটি দিয়ে দিচ্ছি: --- *প্রশ্ন:* আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আমি জানতে চাই, যদি কোনো স্বামী রাগের মাথায় স্ত্রীকে বলে: *"আমি তোকে ছাইড়া দিলাম, তুই অন্য কারো সাথে হাইসা কথা বলগা"*, এই কথার দ্বারা কি তালাক পতিত হবে? স্বামী বলছে, সে রাগে বলেছে, কিন্তু তার তালাক দেওয়ার স্পষ্ট নিয়ত ছিল কি না—এটি সে নিশ্চিতভাবে বলতে পারছে না। এই পরিস্থিতিতে ইসলামী শরীয়তের দৃষ্টিতে স্ত্রীর উপর তালাক পতিত হয়েছে কি না—এ বিষয়ে দয়া করে কুরআন ও সহীহ হাদীসের আলোকে বিস্তারিত জানালে উপকার হতো। *জাযাকাল্লাহু খাইরান।*

রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ এ ১১:৫৯ AM

20. জুন ২০২৪-এর শুরুতে আমাদের সংসারে অনেক ঝগড়া হচ্ছিল। এক পর্যায়ে স্ত্রীকে চুপ করানোর উদ্দেশ্যে আমি তাকে ১ তালাক বলি (আমি জানতাম যে একসাথে ৩ তালাক না দিলে কোনোভাবেই তালাক হয় না)। কিছুদিন পর, জুন মাসের ২০/২৫ তারিখের মধ্যে একই পরিস্থিতিতে আমি আবার ২ বার তালাক বলি (তালাক দেওয়ার উদ্দেশ্য ছিল না, শুধু চুপ করানোর জন্য বলেছিলাম। যেহেতু আমি জানতাম যে ৩ তালাক একসাথে দিতে হয় তালাক হওয়ার জন্য)। জুন থেকে এখন ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত আমরা একই বাসায় ছিলাম, কিন্তু সহবাস একদিনও করিনি, শুধু থাকা-খাওয়া একই ছাদের নিচে হয়েছে। আমরা দুজনেই আবার সংসার করতে চাই, কিন্তু অনেক আলেম এবং ইউটিউবে বলা হচ্ছে যে ৩ বার বললেই এই সময়ের মধ্যে তালাক হয়ে যায়। এখন আমরা কী করতে পারি? আমরা সংসার করতে চাই।

শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫ এ ১:৩৬ PM